• মনে করো আমি নেই

    গায়ক: সুমন কল্যাণপুর | সুরকার: রতু মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

    কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ঢেকে গেছে (২)


    মনে করো আমি নেই


    শুক্লা তিথির ওই ছায়াপথে

    চলছে নতুন রাত মায়া রথে (২)


    তুমি অবাক চোখে চেয়ে অপলকে

    ভাবছ ভালো কে বেসে গেছে


    কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ঢেকে গেছে

    মনে করো আমি নেই


    যেন মনে লাগে দোলা সেই

    দোলা লাগে বিনা কারণেই

    শুধু মনে করো আমি নেই (২)

    যেন মনে লাগে দোলা সেই


    হঠাৎ খুশীর ওই রঙিন পাখি

    হাওয়ায় লেখে তার ডাকাডাকি (২)

    তুমি সেই লগনে ভাবো আপন মনে

    এমন হাসি কে হেসে গেছে


    কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ঢেকে গেছে


    মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

    কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ঢেকে গেছে


    মনে করো আমি নেই