ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
বলো না নীরব কেন তুমি শুধু একাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
বলো না নীরব কেন তুমি শুধু একাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
চাঁদমালা পরে নদী সেজেছে ওই
সে চাঁদে আরতি কবিতা কই
চাঁদমালা পরে নদী সেজেছে ওই
সে চাঁদে আরতি কবিতা কই
লগনে সে কি গো যাবে বৃথাই
লগনে সে কি গো যাবে বৃথাই
নীরব কেন তুমি শুধু একাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
বলো না নীরব কেন তুমি শুধু একাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
রাত জেগে জেগে পাখি শোনালো গান
সে গানের সাড়া কেন দিল না প্রাণ
রাত জেগে জেগে পাখি শোনালো গান
সে গানের সাড়া কেন দিল না প্রাণ
এ রাত পাবো কি গো যদি হারাই
এ রাত পাবো কি গো যদি হারাই
নীরব কেন তুমি শুধু একাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই
ফুলে ফুলে বঁধু
দুলে দুলে অলি বাজায় সানাই