সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
দূরে দূরে রাখালিয়া বাঁশিতে সুর যখন দুলে যায়
শুনে শুনে দীঘির ঘাটে আনমনে কেউ কলসি ভাসায়
খুশীতে চমকে দে তার প্রাণ
তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান
তুলসীতলার প্রদীপখানি রয় যে পেতে কান
বেলা শেষের গান আমার ঘরে ফেরার গান
তুলসীতলার প্রদীপখানি রয় যে পেতে কান
ছুঁয়ে ছুঁয়ে আঁধার ঘেরা মধুর মায়া মিষ্টি ঘুমে ছায়
চুপি চুপি চাঁদের আলোয় ঝরছে হাসি মাটির আঙিনায়
নয়নে স্বপ্ন বয়ে আন
তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান
তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান
সোনা রোদের গান আমার সবুজ পাতার গান