আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
যে কথা তোমাকে বলবো
আমি সপ্তসিন্ধু পার হয়ে
গোষ্পদে বাঁধা পড়ে গেছি
এ কথা কাহারে বলবো
জানি না জানি না
জানি না জানি না
কতদিন কখন এমন লগন সে আসবে
দুচোখ ভরে শুধু কাঁদবো
আর বুনে যাবো মুক্ত সোনা
আমি পান্থ পান্থ সুদূরেরই
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি
বলো না কি করে চলব
আমি পান্থ পান্থ সুদূরেরই
আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি
বলো না কি করে চলব
কেন যে কেন যে
কেন যে কেন যে
এ নয়ন স্বপন মগন হয়ে যে থাকে
দেখেও কিছু যে দেখে না
আর বুঝেও কিছু সে বোঝে না
হেথা অন্তহীন মরু ধু ধু
আমি ছোট্ট ছোট্ট নদী শুধু
এ কথা কি করে ভুলব
আমি চলতে চলতে থেমে গেছি
আমি বলতে বলতে ভুলে গেছি
এ কথা তোমাকে বলব