তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
ওগো কমলিকা
ওগো কমলিকা
বুঝিলে না আমি কত অসহায়
তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায়
উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে
উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে
কন্ঠ আমার দীর্ঘনিশ্বাসে ভুল সুরে গান গায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
আমার আকাশ কাঙ্গাল করে যে পাঠায়েছি মেঘ যত
তোমার কুঞ্জবীথিকার ফুল ফোটাতে মনের মতো
প্রেম যে আমার আঁধারে লুকায়ে
তারা জ্বলে তব আকাশের গায়ে
গন্ধের ধূপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়