এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
তুমি কত দূরে
তবু এই সুরে
মনে হয় যেন তুমি আছো মোর পাশে
এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
জীবনে তাই আজ এত আলো
তোমারে যে বেসেছিগো ভালো (২)
তুমি আছো বলে তারা দ্বীপ জ্বলে
মেঘেরও আড়ালে চাঁদ তাই যেন হাসে
এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
জানাে না কি ওগাে মধুমিতা
আমার মনের এই কথা (২)
মেঘে মেঘে আজ কত খেলা
রঙে রঙে আজ তাই মেলা (২)
দূর হতে দূরে হৃদয় যায় উড়ে
সােনালি স্বপন ভরা নীল নীল আকাশে
এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে
তুমি কত দূরে
তবু এই সুরে
মনে হয় যেন তুমি আছো মোর পাশে
এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে (৩)