• লাজে রাঙা হল কনে

    গায়ক: আরতি মুখোপাধ্যায় | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: প্রণব রায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি
  • লাজে রাঙা হল কনে বৌ গো

    মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে


    (লাজে রাঙা হল কনে বৌ গো

    মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে)


    ও তোরা উলু দে রাঙা বর এলো যে

    ও তোরা উলু দে রাঙা বর এলো যে

    টোপর মাথায় দিয়ে চতুর্দোলাতে


    (মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে

    লাজে রাঙা হল কনে বৌ গো

    মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে)


    শাঁখ বাজে সানাই বাজে ঘোমটা খোলে না

    লজ্জাবতী কনে বৌয়ের নোলক দোলে না

    (ঘোমটা খোলে না নোলক দোলে না

    হাতের বাজু দোলে না)


    শাঁখ বাজে সানাই বাজে ঘোমটা খোলে না

    লজ্জাবতী কনে বৌয়ের নোলক দোলে না


    কনে বৌ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল

    কনে বৌ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল

    দেখে নে কে এলো ছাদনাতলাতে


    (মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে

    লাজে রাঙা হল কনে বৌ গো

    মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে)


    খাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা

    রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না

    (রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না

    আহা খোঁটা দিও না)

    খাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা

    রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না


    কনে বৌ রূপসী রেখো না উপোসী

    কনে বৌ রূপসী রেখো না উপোসী

    খেতে দিয়ো তারে রূপোর থালাতে


    (মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে

    লাজে রাঙা হল কনে বৌ গো

    মালাবদল হবে এ রাতে

    আজ মালাবদল হবে এ রাতে)