• এক বৈশাখে দেখা হল

    গায়ক: আরতি মুখোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি
  • এক বৈশাখে দেখা হল দুজনার

    জ্যৈষ্ঠিতে হল পরিচয়

    আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে

    কি হয় কি হয় কি জানি কি হয়

    এক বৈশাখে দেখা হল দুজনার


    তখনই তো হল দেখা যেই না নয়ন কিছু চেয়েছে

    জানাজানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে

    জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে এ হৃদয়

    আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে

    কি হয় কি হয় কি জানি কি হয়

    এক বৈশাখে দেখা হলো দুজনার

    জ্যৈষ্ঠিতে হল পরিচয়

    আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে

    কি হয় কি হয় কি জানি কি হয়


    প্রথমে চমক ছিল তারপরে ভালোলাগা এসেছে

    ডুবে গেছে সেই মন যে মন খুশির স্রোতে ভেসেছে

    জানি না তো কি যে হবে সবকিছু হয়ে গেলে তন্ময়

    আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে

    কি হয় কি হয় কি জানি কি হয়

    এক বৈশাখে দেখা হল দুজনার

    জ্যৈষ্ঠিতে হল পরিচয়

    আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে

    কি হয় কি হয় কি জানি কি হয়