• বউ কথা কও

    গায়ক: আরতি মুখোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক; ছায়াছবি
  • ( বউ কথা কও, কইব না, আমি কি বউ যে কথা কইব, যা পালা !

    গৃহস্থের খোকা হোক, ন্যাকা! দূর হ! কি জ্বালা!

    চোখ গেল, বয়েই গেল

    আ মলো! সত্যিই তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি তুই কানা )


    যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না

    কেউ করে নি মানা অন্য কোথা যা না

    যা যা বেহায়া পাখি যানা অন্য কোথা যা না

    কেউ করে নি মানা অন্য কোথা যা না


    বউ নই তবু বউ কথা কও বলে কেন পাখি ডাকে

    বউ নই তবু বউ কথা কও বলে কেন পাখি ডাকে

    বউ নই তবু বউ কথা কও বলে কেন পাখি ডাকে

    এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ

    ঘোমটা পরে কে থাকে

    এমন দস্যি মেয়ে কারও হয় নাকি বউ

    ঘোমটা পরে কে থাকে


    ( আবার বউ কথা কও, গা জ্বলে যায়! )


    কিছুতেই সইব না শাশুড়ির গঞ্জনা

    তাই বলি আমি তাই বলি

    পাখি তুই যা না যা না যা না যা যা যাহ!

    যা যা যাহ!


    যা যা বেহায়া পাখি যা না অন্য কোথা যা না

    কেউ করে নি মানা অন্য কোথা যা না


    তবু কোনোদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে

    তবু কোনোদিন সব জেনে ওগো কেউ যদি বউ করে

    আমায় পায়ে ধরে যদি

    সেধে নিয়ে যায় কখন কারও ঘরে

    আমায় পায়ে ধরে যদি

    সেধে নিয়ে যায় কখন কারও ঘরে


    ( খোকা হোক, যাহ! )


    তখনই ডাকলে পরে সারা নাই দেব তোরে

    বলব না আমি বলব না আর বলব না

    পাখি তুই যা না যা না যা না যা যা যাহ!

    যা যা যাহ!

    এখন, যা যা বেহায়া পাখি যা না

    যা যা বেহায়া পাখি যা না অন্য কোথা যা না

    কেউ করে নি মানা অন্য কোথা যা না

    যা যা বেহায়া পাখি যা না অন্য কোথা যা না

    কেউ করে নি মানা অন্য কোথা যা না