• জলে নেবো না

    গায়ক: আরতি মুখোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • জলে নেবো না আর থই পাবে না

    জলে নেবো না আর থই পাবে না

    থই থই করে নদী এখন যে বরষা

    এ সময় এ নদীর নেই কোনো ভরসা

    খুব জল ডুব জল

    নেই কূল নেই তল

    জল খেলা খেলো না আর তুমি সহসা

    জলে নেবো না আর থই পাবে না

    পাবে না পাবে না পাবে না পাবে না


    দিন নেই রাত নেই বান আসছে

    থেকে থেকে কার টান আসছে

    দিন নেই রাত নেই বান আসছে

    থেকে থেকে কার টান আসছে

    ভাঙছে তো ভাঙছেই

    ভাঙছে তো ভাঙছেই

    পাড় ভাঙছে

    ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা

    জলে নেবো না আর থই পাবে না

    পাবে না পাবে না পাবে না পাবে না


    তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি

    দুরন্ত মন হলো আশাপূর্ণি

    জ্বলছে তো জ্বলছেই

    জ্বলছে তো জ্বলছেই

    জল চুমকি

    কোন তৃষা জ্বলে রে অন্তর হরষা

    জলে নেবো না আর থই পাবে না

    জলে নেবো না আর থই পাবে না

    থই থই করে নদী এখন যে বরষা

    এ সময় এ নদীর নেই কোনো ভরসা

    খুব জল ডুব জল

    নেই কূল নেই তল

    জল খেলা খেলো না আর তুমি সহসা

    জলে নেবো না আর থই পাবে না

    জলে নেবো না আর থই পাবে না

    পাবে না পাবে না পাবে না পাবে না