• চন্দন পালঙ্কে শুয়ে

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায় | সুরকার: সন্ধ্যা মুখোপাধ্যায় | গীতিকার: শ্যামল গুপ্ত | ঘরানা: আধুনিক
  • চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না

    চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না


    শ্বেত পাথরের রাজপ্রাসাদে

    থেকে আর কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না


    নহবৎ সানাই বাজাক

    মণিহার কন্ঠ সাজাক

    নহবৎ সানাই বাজাক

    মণিহার কন্ঠ সাজাক

    আজ আমার ফুলে ছোঁয়া চতুর্দোলা

    যাক বা না যাক

    আগুনের ফুলকি ঝরা

    আতসবাজির উৎসবে কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না

    চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না


    শুনি যেই জয়ধ্বনি চারিধারে

    কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে

    শুনি যেই জয়ধ্বনি চারিধারে

    কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে

    মধুরাত স্বপ্ন ঝরাক

    আতরের গন্ধ ভরাক

    মধুরাত স্বপ্ন ঝরাক

    আতরের গন্ধ ভরাক

    আজ আমার বরণ ডালা

    হাজার দিকে আলো ছড়াক

    সোনার এই মুকুট পরে

    অভিষেকের গৌরবে কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না

    চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে

    জীবনে তোমায় যদি পেলাম না