• হয়ত কিছুই নাহি পাব

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায় | সুরকার: শ্যামল মিত্র | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • হয়ত কিছুই নাহি পাব

    তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব

    হয়ত কিছুই নাহি পাব

    তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব

    হয়ত কিছুই নাহি পাব


    যদি ওগো কাঁদে মোর ভীরু ভালবাসা

    জানি তুমি বুঝিবে না কভু তারি ভাষা

    যদি ওগো কাঁদে মোর ভীরু ভালবাসা

    জানি তুমি বুঝিবে না কভু তারি ভাষা

    তোমারই জীবনে কাঁটা আমি

    তোমারই জীবনে কাঁটা আমি

    কেন মিছে ভাব

    হয়ত কিছুই নাহি পাব


    ধূপ চিরদিন নীরবে জ্বলে যায়

    প্রতিদান সে কি পায়

    ধূপ চিরদিন নীরবে জ্বলে যায়

    প্রতিদান সে কি পায়


    ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি

    আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি

    ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি

    আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি

    তোমারই অসতে তবু ওগো কিছু নাহি চাব

    হয়ত কিছুই নাহি পাব

    তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব

    হয়ত কিছুই নাহি পাব