• পাগল

    গায়ক: কবীর সুমন | সুরকার: কবীর সুমন | গীতিকার: কবীর সুমন
  • এক মুখ দাড়ি গোঁফ

    এক মুখ দাড়ি গোঁফ

    অনেক কালের কালো ছোপ ছোপ

    জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার

    পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন

    বাবু হয়ে ফুটপাথে একা একা দিনরাত রঙ্গে

    পাগল পাগল

    সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে


    এক মুখ দাড়ি গোঁফ

    অনেক কালের কালো ছোপ ছোপ

    জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার

    পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন

    বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে

    পাগল পাগল

    সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে


    চালচুলো নেই তার নেই তার চেনা বা অচেনা

    আদমশুমারি হলে তার মাথা কেউ গুনবে না

    তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোনো প্রার্থী

    সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে

    পাগল পাগল

    সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে


    বটতলা চুম্বন পদ্ধতি পেটমোটা ব্যাকরণ বই

    ধর্ম বা রাজনীতি ঠাকুরের ছবি থেকে হরিবোল খই

    সারিবাদী সালসা বা ভোগীর লালসা আর আভোগীতে গান

    হঠাৎ হাসপাতালে অকারণে ফাঁকতালে মহাপ্রয়াণ

    ভিডিও ক্যাসেটে আর নীল সোফাসেটে বসে মিঠে খুনসুটি

    লকআউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেওয়া রুটি

    জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুসঙ্গে

    পাগল পাগল

    সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে

    সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে