যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ
যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি রোজগারের জন্যে করছি রফা
দু হাতের আঙুলগুলো কিনতে পারো
আপসেও নেই আপত্তি নেই আমারও
আমাকে না আমার আপস কিনছ তুমি
আমাকে না আমার আপস কিনছ তুমি
বলো কে জিতল তবে জন্মভূমি জন্মভূমি
যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ
টাকাতেই চলছে সবার পাকস্থলী
কেনা আর বেচা নিয়েই গেরস্থালি
নিপাগারে রবীন্দ্রনাথ তেরেকেটে
বাজারের খাবার ওই ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার
প্রতিবাদ করতে গেলেও খাবার-দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা ধিন ধিনা
পেটে চাই খাবার নয়তো দিন চলে না দিন চলে না
যদি ভাবো খাচ্ছ আমায় ভুল ভেবেছ
যদি ভাবো খাচ্ছ আমায় ভুল ভেবেছ
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফা রফা
দু হাতের আঙুলগুলো খেতেও পারো
আপসেও নেই আপত্তি নেই আমারও
আমাকে না আমার আপস খাচ্ছ তুমি
আমাকে না আমার আপস খাচ্ছ তুমি
বল কে জিতল তবে জন্মভূমি জন্মভূমি
যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ
কেউ বেচে তার মেহনত হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার এলোকেশী
কেউ বেচে প্রবন্ধ কোন পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য সুরের ভাষা
বিরক্তি ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন বাজার দরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে আসবে ঘরে
বেচি দিন পালটে দেবার গানের জবান
বেচি দিন পালটে দেবার গানের জবান
কোনোদিন হয়তো অন্য আর কোনো গান
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
মানুষের জন্য সুদিন আনবে কেড়ে আনবে কেড়ে
যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছ