• কে যাস রে ভাটি গাঙ বাইয়া

    গায়ক: শচীন দেব বর্মন | সুরকার: শচীন দেব বর্মন | গীতিকার: প্রচলিত, মীরা দেব বর্মন | ঘরানা: আধুনিক
  • কে যাস রে ভাটি গাঙ বাইয়া

    আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইয়া

    তোরা কে যাস

     

    কে যাস রে ভাটি গাঙ বাইয়া

    আমার ভাইধনরে কইয়ো নাইওর নিতো বইয়া

    তোরা কে যাস কে যাস 

     

    বছর খানি ঘুইরা গেল গেল রে

    ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না

    কইলজা আমার পুইড়া গেল গেল রে

    ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না

    ছিলাম রে কতই আশা লইয়া

    ভাই না আইলো গেল গেল রথের মেলা চইলা

    তোরা কে যাস কে যাস 

     

    প্রাণ কাঁন্দে কাঁন্দে

    প্রাণ কাঁন্দে কাঁন্দে প্রাণ কাঁন্দে রে প্রাণ কাঁন্দে

    নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে

    পোড়া মনরে বুঝাইলে বুঝে না

    কাঁন্দে কাঁন্দে প্রাণ কাঁন্দে

     

    সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া

    না আসিলে স্বপনেতে দেখা দিত বইয়া

    তোরা কে যাস কে যাস

     

    সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে

    ভাইয়ের খবর আনলো না আনলো না

    ভাটির চরে নৌকা ফিরা আইলো রে

    ভাইয়ের খবর আনলো না আনলো না

    নিদয় বিধি রে তুমিই সদয় হইয়া

    ভাইরে আইনো নইলে আমার পরাণ যাবে জ্বইলা

    তোরা কে যাস কে যাস

     

    কে যাস রে ভাটি গাঙ বাইয়া

    আমার ভাইধন রে কইয়ো নাইওর নিতো বইয়াা

    কে যাস কে যাস