গড়িয়াহাটার মোড়
মিনি মিনি বাস বাস
বাসের টারমিনাসে
মন মরা সারি সারি
মুখ চোখ নাক হাত
রোগা রোগা চেহারার কনডাক্টার
সব আমাদের জন্য
সব আমাদের জন্য
চৌরঙ্গীর আলো এবং লোড শেডিং
পার্ক স্ট্রীট জমকালো কাগজে হেডিং
আমাদের জন্য
সব আমাদের জন্য
বেদম ট্র্যাফিক জ্যাম ঠান্ডা সালামি হ্যাম
চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারী
আমাদের জন্য
সব আমাদের জন্য
বাজারের দরাদরি, রুটি ভাত তরকারি
সা নি ধা পা মা গা রে সা মাদার টেরেসা
আমাদের জন্য
সব আমাদের জন্য
কুঁয়াশা কুয়াশা কাদা
ভোর বেলা গলা সাধা
সারেগা রেগামা গামা গামাপা মাপাধা পাধা পাধানি ধানিসা
আমাদের জন্য
সব আমাদের জন্য
ফুটবোর্ডে ঝুলে যাওয়া
অথবা লেডিজ সীট
তাক করে উদাসীন
আকাশ কুসুম টিক্ টিক্
টিকিট কাটতে গিয়ে ব্যাজার মানুষ
খুচ্-খুচরো পয়সা নেই
আমাদের জন্য
নেই আমাদের জন্য
সা গা পা ধানি ধানি পাধানি
সানিধা নিধা পাগা সাগা পাধানি
বছরে তিরিশবার চিত্রাঙ্গদা আর
শ্যামা শাপমোচনের অশ্রুমোচন
আমাদের জন্য
গজলের সয়লাব আধুনিক কিং খাপ
কিং সাইজ ভজনের শিবের গাজন
আমাদের জন্য
সংস্কৃতির ঢাক তে রে কে টে তাক্ তাক্
দমাদম দমাদম কৃষ্টি বিষম
আমাদের জন্য
সব আমাদের জন্য
পাতাল রেলের খাল ভাঙাচোরা দিন কাল
পদে পদে ঠোক্কোর বকর বকর
আমাদের জন্য
সব আমাদের জন্য
আপিস কাছারি রাইটার্স বিল্ডিং ডিং
বিনয় বাদল দিন্ দিনেশের নাম ধার
ধর্মতলার মোড়ে লেন দেন লেন নেন লেনিন
আমাদের জন্য
সব আমাদের জন্য
সুনীল গাঙ্গুলীর দিস্তে দিস্তে লেখা
কত কবি মরে গেল চুপি চুপি একা একা
আমাদের জন্য
শুধু আমাদের জন্য
সিনথেসাইজারের টাপুর টুপুর
সুমন চাটুজ্যের এক ঘেয়ে সুব
নয় আমাদের জন্য
নয় আমাদের জন্য
সত্যজিতের ছবি শক্তির পদ্য
লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য
গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার
একুশে আইন আর গণেশ পাইন
আমাদের জন্য
সব আমাদের জন্য
কেরানী ও অফিসার পাটোয়ার নেতা
ফুটপাথে ছোটবড় ক্রেতা বিক্রেতা
বেশ্যা দালাল টিকিধারী পুরোহিত
ট্যাক্সি চালক-পুলিশের খিট্ মিট্
আমাদের জন্য
সব আমাদের জন্য
আমাদের জন্যেই ভোরের আকাশ
লালচে পূবের কোণে আসে আশ্বাস
আমাদের জন্যেই মিষ্টি সকাল
নীলের গভীরে হাসে একা মহাকাল
আমাদেরই জন্যেই বৃষ্টি এসেছে
দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে
মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু
আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু
সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে
শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে
যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়াই
জীবনের কথা বলা গানের মহড়া যেন
সব্বার জন্যে সব্বার জন্যে
আমরাই কলকাতা আজ আগামীর
আমরাই গান গাই আমির তুমির
ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা
প্রতিটি নতুন গান মাসের পয়লা
আমার জীবন থেকে উঠে আসা সুর
তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর
ফিরেও আসবো আমি তোমার সুবাসে
থাকবো তোমার বুকে আর আশেপাশে
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে
এখানে খুঁজছি আমি জীবনের মানে
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে
এখানে খুঁজছি আমি জীবনের মানে
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে
এখানে খুঁজছি আমি জীবনের মানে