ভালো লাগে
বিরহ বড় ভালো লাগে
বড় ভালো লাগে
বড় ভালো লাগে
বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে
বিরহ বড় ভালো লাগে
বিরহ বড় ভালো লাগে
দাহিকা রূপেতে বঁধু এ পরাণ মাঝে
দাহিকা রূপেতে বঁধু
ও দাহিকা রূপেতে বঁধু এ পরাণ মাঝে
নিতি গাহে নিতি নাচে নব নব সাজে
বিচ্ছেদ হবে এত মধুর
এত মধুর
বিচ্ছেদ হবে এত মধুর
জানিতাম না আগেতে
বিরহ বড় ভালো লাগে
বিরহ বড় ভালো লাগে
বড় ভালো লাগে
বিরহ বড় ভালো লাগে
বেদনা সাজায়ে মোরে গেরুয়া রঙ দিয়ে
সে রঙেরে ছুপাই আমি বাসন্তি রঙ দিয়ে
আ ধা মা পা ধা মা গে
বেদনা সাজায়ে মোরে গেরুয়া রঙ দিয়ে
সে রঙেরে ছুপাই আমি বাসন্তি রঙ দিয়ে
ব্যাথার শাসন নাহি মানি রাঙাই ব্যাথা রঙেতে
বিরহ বড় ভালো লাগে
বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে
বিরহ বড় ভালো লাগে
বিরহ বড় ভালো লাগে