• মেঘ পিওনের ব্যাগের ভিতর

    গায়ক: শ্রীকান্ত আচার্য | সুরকার: দেবজ্যোতি মিশ্র | গীতিকার: ঋতুপর্ণ ঘোষ | সিনেমা: তিতলি
  • মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা

    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা

    মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা

    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা

     

    মন খারাপের খবর আসে

    মন খারাপের খবর আসে

    বন পাহাড়ের দেশে

    চৌকোনো সব বাক্সে 

    যেথায় যেমন থাক সে

    মন খারাপের খবর পড়ে  দারুন ভালোবাসে

    মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পাড়ি 

    পাকদন্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি

     

    বাগান শেষে সদর দুয়ার

    বারান্দাতে আরাম চেয়ার

    গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি

    সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি

     

    মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা

    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা

     

    দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশালকায়

    নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়  

    কিসের অপেক্ষায়

    রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত

    রোদের বুকের ভেতর ক্ষত 

    রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত

    রোদের বুকের ভেতর ক্ষত 

     

    সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝরে 

    আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে 

    সারা আকাশ জুড়ে

     

    মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা

    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা

     

    মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়

    মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়

    যদি মেঘ পিওনের ডাকে

    সেই ছায়ার হদিশ থাকে

    রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়

    কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়

    ছোট্ট বাগানটায়

     

    মেঘ পিওনের ব্যাগে এবার মন খারাপের দিস্তা

    সেই মন খারাপের স্রোতের টানে চলছে বয়ে তিস্তা

     

    মেঘ পিওনের ব্যাগে এবার মন খারাপের দিস্তা

    সেই মন খারাপের স্রোতের টানে চলছে বয়ে তিস্তা

     

    চলছে বয়ে তিস্তা

    চলছে বয়ে তিস্তা