• বাঁশি শুনে আর কাজ নাই

  • আহ:

    বাঁশি শুনে আর কাজ নাই

    বাঁশি শুনে আর কাজ নাই

    সে যে ডাকাতিয়া বাঁশি

    বাঁশি শুনে আর কাজ নাই

    সে যে ডাকাতিয়া বাঁশি

    সে যে দিন দুপুরে চুরি করে

    রাত্তিরে তো কথা নাই

    ডাকাতিয়া বাঁশি

    বাঁশি শুনে আর কাজ নাই

    সে যে ডাকাতিয়া বাঁশি


    ও ও ও শ্রবণে বিষ ঢালে শুধু

    বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে

    ঘুচাবো তার নষ্টামি আজ আমি

    সপিবো তা এ অনলে

    শ্রবনে বিষ ঢালে শুধু

    বাঁশি পোড়ায় ও প্রাণ গরলে

    ঘুচাবো তার নষ্টামি আজ আমি

    সপিবো তা এ অনলে

    সে যে দিন দুপুরে চুরি করে

    রাত্তিরে তো কথা নাই

    ডাকাতিয়া বাঁশি

    বাঁশি শুনে আর কাজ নাই

    সে যে ডাকাতিয়া বাঁশি


    ও ও ও

    বাঁশেতে ঘুন ধরে যদি

    কেন বাঁশিতে ঘুন ধরে না

    কত জনায় মরে শুধু

    পোড়া বাঁশি কেন মরে না

    বাঁশেতে ঘুন ধরে যদি

    কেন বাঁশিতে ঘুন ধরে না

    কত জনায় মরে শুধু

    পোড়া বাঁশি কেন মরে না

    চোরা দিন দুপুরে চুরি করে

    রাত্তিরে তো কথা নাই

    ডাকাতিয়া বাঁশি

    বাঁশি শুনে আর কাজ নাই

    সে যে ডাকাতিয়া বাঁশি