• হে দোলা

  • দোলা হে দোলা হে দোলা হে দোলা

    আঁকাবাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই

    রাজামহারাজাদের দোলা ও দোলা

    আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের

    বিনিময়ে পথ চলে দোলা হে দোলা

    হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা


    দোলার ভিতরে ঝলমল করে যে

    সুন্দর পোষাকের সাজ

    আর ফিরে ফিরে দেখি তাই

    ঝিকমিক করে যে মাথায় রেশমের কাজ

    হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে

    একটু জামা নেই খোলা

    দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে

    তবু বয়ে যায় দোলা, হে দোলা

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা


    যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি

    দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে এ পড়ে

    যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি

    দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে ও পড়ে

    ও ঘুমে চোখ ঢুলুঢুলু রাজামহারাজাদের

    আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে

    উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই

    ভালো করে পায়ে পা মেলা

    হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে

    আর দোলা যাবে নাকো তোলা

    রাজামহারাজার দোলা

    বড়ো বড়ো মানুষের দোলা ও দোলা

    আঁকাবাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই

    রাজামহারাজাদের দোলা

    হে দোলা হে দোলা হে দোলা হে দোলা

    হে দোলা হে দোলা হে দোলা

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া

    এ হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া না হেঁইয়া