• বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের

  • বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    নৈতিকতার স্খলন দেখেও

    মানবতার পতন দেখেও

    নির্লজ্জ অলসভাবে বইছো কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    জ্ঞানবিহীন নিরক্ষরের

    খাদ্যবিহীন নাগরিকের

    নেতৃবিহীনতায় মৌন কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক

    সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত

    তবে শিথিল সমাজকে ভাঙো না কেন


    সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে

    লক্ষ জনেরে সবল সংগ্রামী

    আর অগ্রগামী করে তোলো না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    স্রোতস্বিনী কেন নাহি বও

    তুমি নিশ্চই জাহ্ণবী নও

    তাহলে প্রেরণা দাও না কেন


    উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের

    শরশয্যাকে আলিঙ্গন করা

    লক্ষ কোটি ভারতবাসীকে

    জাগালে না কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন


    বিস্তীর্ণ দু পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও

    নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন