• আলো আর আলো দিয়ে

    গায়ক: আশা ভোঁসলে | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: শ্যামল গুপ্ত | ঘরানা: সিনেমা
  • আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে

    জানলাম

    হাজার সূর্য ওঠা দেখলাম


    আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে

    প্রেমকে নতুন করে জানলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম


    ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিলো মনে ঘুমিয়ে আমার

    বসন্ত ডাক দিলো নিয়ে তার ফুলের বাহার

    ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিলো মনে ঘুমিয়ে আমার

    বসন্ত ডাক দিলো নিয়ে তার ফুলের বাহার

    তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে

    তাদের পাখার রঙ মাখলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম


    রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার

    সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর

    রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার

    সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর

    সীমনা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি

    তোমার সীমায় ধরা পড়লাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম


    আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে

    প্রেমকে নতুন করে জানলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম

    মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম