মন মেতেছে মনময়ূরীর কী খেলায়
নাম না জানা ফুল ফোটানো এই বেলায়
মন মেতেছে মনময়ূরীর কী খেলায়
নাম না জানা ফুল ফোটানো এই বেলায়
কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকল আবার
পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে
কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকল আবার
পড়বে চলার চিহ্ন যে তার আমারই পাশে
রইবে ঘাসে ঘাসে
যে জন ভালোবাসে
এমনি করে আসে
প্রাণের মেলায়
মন মেতেছে মনময়ূরীর কী খেলায়
নাম না জানা ফুল ফোটানো এই বেলায়
আহা রে ওই মেঘের বাহার
উধাও পাখি মন আমার
আহা রে ওই মেঘের বাহার
উধাও পাখি মন আমার
কে অজানা কে অচেনা
আজ কিছুতেই যায় না চেনা
হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে
কে অজানা কে অচেনা
আজ কিছুতেই যায় না চেনা
হয়তো এমন ভোর হবে না সেদিন আকাশে
ফুল যদি না হাসে
গন্ধ তারই ভাসে
ঝড় হয়ে বাতাসে
সবই দোলায়
মন মেতেছে মনময়ূরীর কী খেলায়
নাম না জানা ফুল ফোটানো এই বেলায়