মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও কনে দেখা মেঘে যে ওই
সোনা রঙ লেগেছে ওই
পালকিতে চলেছে কার বৌ গো
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে মৌ গো
জানি না তো এ কি আমার আজ হলো
দিন আর না গুনে পলাশের আগুনে
লাগে রঙ ফাগুনে
ও
জানি না তো এ কি আমার আজ হলো
দিন আর না গুনে পলাশের আগুনে
লাগে রঙ ফাগুনে
তোমাকে দেখে যে আজ
চোখে চোখ রেখে যে আজ
মনেরই ময়ূর নাচে ছৌ গো
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে মৌ গো
ও
জানি না তো একি আমার আজ হলো
কত সুরবাহারে ভরে মন আহা রে
ডাকে পিউ কাহা রে
ও জানি না তো একি আমার আজ হলো
কত সুর বাহারে ভরে মন আহা রে
ডাকে পিউ কাহারে
কেন খুশি জানে না কেউ
প্রাণে আজ লাগে যে ঢেউ
হল মন ময়ূরপঙ্খী নৌকো
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে মৌ গো
ও কনে দেখা মেঘে যে ওই
সোনা রঙ লেগেছে ওই
পালকিতে চলেছে কার বৌ গো
মহুয়ায় জমেছে আজ মৌ গো
ও মহুয়ায় জমেছে আজ মৌ গো