হায়
পোড়া বাঁশি শুনলে এ মন
আর থাকে না ঘরে থাকে না
আসবে বলে কথা দিয়ে সে
হায় আসে না রে কথা রাখে না
রাত জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়
শুকিয়ে গেলো ফুল মালা ঝড়ে যায়
রাত জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়
শুকিয়ে গেলো ফুল মালা ঝড়ে যায়
হায় রে হায় রে হায় রে হায়
প্রাণের খাঁচায় পোষা টিয়াটি আর জানে না
কোনো ডাকে না
পোড়া বাঁশি শুনলে এ মন
আর থাকে না ঘরে থাকে না
দুরু দুরু করে বুক উরু উরু মন
শাশুড়ি ননদি বড়োই করে জ্বালাতন
দুরু দুরু করে বুক উরু উরু মন
শাশুড়ি ননদি বড়োই করে জ্বালাতন
হায় রে হায় রে হায় রে হায়
চাঁদের আলো লাগে না ভালো
হায় ঢাকে না মেঘ ঢাকে না
লা লা লা লা লা
আহা লা লা