• ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    গায়ক: আশা ভোঁসলে | সুরকার: রাহুল দেব বর্মন | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে

    ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে

    হো সয় না সয় না সয় না ওগো

    সয় না এত জ্বালা সয় না

    ঘরেতে আমার এ মন রয় না কেন রয় না রয় না

    ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে


    টিপ বোঝে না টোপ বোঝে না

    আরে কেমন বাপু লোক বলো

    টিপ বোঝে না কেমন বাপু লোক

    তাকে রাতপাহারা দেয় যে আমার চৌকিদারি চোখ

    ওহো হো টিপ বোঝে না কেমন বাপু লোক

    তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারি চোখ

    হায় সয় না সয় না সয় না ওগো

    সয় না এত জ্বালা সয় না

    ঘরেতে আমার এ মন রয় না কেন রয় না রয় না

    ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে


    মশকরাতে বশ করে সে

    আরে বাব্বা সেয়ানা তো খুব

    মশকরাতে সেয়ানা সে খুব

    আরে কাছে গেলেই পানকৌড়ি দেয় সে জলে ডুব

    ওহো হো বশ করাতে সেয়ানা সে খুব

    আরে কাছে গেলেই পানকৌড়ি দেয় সে জলে ডুব

    হো সয় না সয় না সয় না ওগো

    সয় না এত জ্বালা সয় না

    ঘরেতে আমার এ মন রয় না কেন রয় না রয় না

    ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে

    হো সয় না সয় না সয় না ওগো

    সয় না এত জ্বালা সয় না

    ঘরেতে আমার এ মন রয় না কেন রয় না রয় না

    ময়না বলো তুমি কৃষ্ণ রাধে

    তাকে মন দিতে যে চাই কেমন বাধে