• চোখে নামে বৃষ্টি

    গায়ক: আশা ভোঁসলে | সুরকার: রাহুল দেব বর্মন | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে

    চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে

    চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে


    হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি কূল তো

    হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরি কূল তো

    জলেরই লেখন তুমি নেই তাতে ভুল তো

    আমি যেন চোরাবালি ধুঁধু বালুচর যে

    চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে


    সময়ের যমুনাতে বয়ে যায় দিন তো

    সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ তো

    ওপারের ছায়া ছাড়া নেই কোনো ঘর যে

    চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে

    তুমি তো আমারই ছিলে আজ কত পর যে