কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোনো কাজে
মরি লাজে
কেন
দিন এসে এসে যায় ফিরে ফিরে
চোখ চেয়ে যে থাকে
মন সারা বেলা সেই পথে পথে
কান পেতে রাখে
সব হারানোর পথে নেমে কি
পথ চাওয়া কি আর সাজে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোনো কাজে
মরি লাজে
কেন
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেউ দেখে না তাকে
বোঝো না তুমি মন কেঁপে ওঠে
তোমারই কি ডাকে
ভুল ভাঙাতে এলে না কেন
এই যে ভুলের মাঝে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোনো কাজে
মরি লাজে
কেন সর্বনাশের নেশা ধরিয়ে
তুমি এলে না যে
মরি লাজে বুকে বাজে
মন লাগে না আর কোনো কাজে
মরি লাজে