ডেকে ডেকে চলে গেছি কত দূরে
মনের প্রান্তে তার ঘুরে ঘুরে
সে জানে না সে মানে না
সে জানে না সে মানে না
ডেকে ডেকে চলে গেছি কত দূরে
মনের প্রান্তে তার ঘুরে ঘুরে
সে জানে না সে মানে না
সে জানে না সে মানে না
দিন দিন এই ক্ষীণ আশা রেখে
ভয় হয় সে নয় তাকে দেখে
দিন দিন এই ক্ষীণ আশা রেখে
ভয় হয় সে নয় তাকে দেখে
সে যেন নিজেরই আড়ালে থেকেও
নিজেকে কাছেতে আনে না
ডেকে ডেকে চলে গেছি কত দূরে
মনের প্রান্তে তার ঘুরে ঘুরে
সে জানে না সে মানে না
সে জানে না সে মানে না
মনকে হাওয়ার মত তাড়িয়ে নিয়ে
সে সামনে দিয়ে বুঝি যাবে হারিয়ে
সে হয়ত বা যাবে হারিয়ে
মনকে হাওয়ার মত তাড়িয়ে নিয়ে
সে সামনে দিয়ে বুঝি যাবে হারিয়ে
সে হয়ত বা যাবে হারিয়ে
যায় যায় মন চায় ধরে থাকি
পায় পায় ভাবনায় বেঁধে রাখি
যায় যায় মন চায় ধরে থাকি
পায় পায় ভাবনায় বেঁধে রাখি
সে যেন ঝড়েরই কথাতে ভেঙেও
হৃদয়ে তবু তো ভাঙে না
ডেকে ডেকে চলে গেছি কত দূরে
মনের প্রান্তে তার ঘুরে ঘুরে
সে জানে না সে মানে না
সে জানে না সে মানে না