ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারই নয়নে পাওয়া
তোমারই সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই
তোমারই নয়নে পাওয়া
তোমারই সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই়
বরষা হয়ে তুমি আকাশ ভরে
হৃদয় মরুতে মম পড়েছ ঝরে
বরষা হয়ে তুমি আকাশ ভরে
হৃদয় মরুতে মম পড়েছ ঝরে
সরস করিয়া মোরে
যে ফুল ফোটালে ভোরে
এ মালা তারই রেখে যাই
ওগো আর কিছু তো নাই়
বিদায় নেবার আগে তাই
তোমারই নয়নে পাওয়া
তোমারই সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই়
জানি না কখন মন হারায়ে গেল
সকলই হারায়ে বুঝি সকলই পেল
জানি না কখন মন হারায়ে গেল
সকলই হারায়ে বুঝি সকলই পেল
আজিকে আশার নদী
উদাসে শুকালো যদি
এ হৃদি টুকু রেখে যাই
ওগো আর কিছু তো নাই়
বিদায় নেবার আগে তাই
তোমারই নয়নে পাওয়া
তোমারই সুরে গাওয়া
এ গানখানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই