• রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: ভূপেন হাজারিকা | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    ঘুম ঘুম নি:ঝুম রাতের মায়ায়

    রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    ঘুম ঘুম নি:ঝুম রাতের মায়ায়

    চোখ মেলে চাও মেয়ে গো

    লাজ ভুলে যাও মেয়ে গো

    চোখ মেলে চাও মেয়ে গো

    লাজ ভুলে যাও মেয়ে গো

    ডাকে ওই সুরেরও ভাষায়

    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    ঘুম ঘুম নি:ঝুম রাতের মায়ায়


    রূপসী নদীর বধূয়ার

    হাওয়ায় দোলা মহুয়ার

    মনে কে আগুন জ্বালায়

    ও রূপসী নদীর বধূয়ার

    হাওয়ায় দোলা মহুয়ার

    মনে কে আগুন জ্বালায়

    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    ঘুম ঘুম নি:ঝুম রাতের মায়ায়


    সন্ধ্যাতারা ঐ জাগে

    কৃষ্ণচূড়ার রঙ লাগে

    মনের গোপন কোন রাগে

    কে জানে কখন রাঙায়

    ও সন্ধ্যাতারা ঐ জাগে

    কৃষ্ণচূড়ার রঙ লাগে

    মনের গোপন কোন রাগে

    কে জানে কখন রাঙায়

    হরিণীর মত পায়

    বুনো মেয়ে ছুটে যায়

    পিয়ালের আঙিনায়

    গুনগুন অলি গায়

    চন্দনা কয় শিমুল শাখায়

    ও চাঁদ যা শুনে যা

    মায়াজাল যা বুনে যা

    ও চাঁদ যা শুনে যা

    মায়াজাল যা বুনে যা

    আয় রে নেমে মেঘের ভেলায়

    আয় রে নেমে মেঘের ভেলায়

    বাসা বাঁধার স্বপনে

    চলছে কে গো আনমনে

    গান গেয়ে নতুন আশায়

    ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে

    ঘুম ঘুম নি:ঝুম রাতের মায়ায়