• ও আকাশ সোনা সোনা

    গায়ক: হেমন্ত মুখোপাধ্যায় | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: মিল্টু ঘোষ | ঘরানা: ছায়াছবি
  • ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
    নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
     
    ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
    নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
     
    আ আ আ
     
    এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা
    সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নীড় একা পড়ে থাক থাক না
    ও সকাল আলো আলো
    এ শিশির  ঝলমল
    ও সকাল আলো আলো
    এ শিশির  ঝলমল
    নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
     
    ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
     
    আ আ আ
     
    যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না
    নিষেধের বাধা নেই ঐ নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না
    যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না
    নিষেধের বাধা নেই ঐ নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না
    এ বাতাস খুশি খুশি
    ও পলাশ হাসি হাসি
    এ বাতাস খুশি খুশি
    ও পলাশ হাসি হাসি
    নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
     
    ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
    নতুন রঙের ছোঁয়ায়, হৃদয় রেঙেছে
    আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে
    ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ
    ও আকাশ সোনা সোনা
    এ মাটি সবুজ সবুজ