• নিশিদিন নিশিদিন

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • মন লাগে না

    তুমি বিনা মোর জীবন যেন

    চাঁদনি বিহীনা রজনী হায়


    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    গুনগুনগুন করুণ সে ধুণ

    মনবিরহী মানে না


    স্বজন আমার থাকে দূরেতে

    আসে সে কাছে শুধু সুরেতে

    স্বজন আমার থাকে দূরেতে

    আসে সে কাছে শুধু সুরেতে

    হায় বিধি হল বাম মোর শ্যাম

    শুধু বাঁশিতে ডাকে আসিতে চাহে না

    ছল ছল ছল ছল যেত যমুনার জল

    কুল কুল স্বরে বহিয়া

    ছল ছল ছল ছল যেত যমুনার জল

    কুল কুল স্বরে বহিয়া

    আজ সে উজান হায় তার প্রাণ

    যায় না কিছু কহিয়া


    ললিতা বিশাখা সখী সজনী

    কাটে না বিহনে তারই রজনী

    ললিতা বিশাখা সখী সজনী

    কাটে না বিহনে তারই রজনী

    আন সখী তারে আন অভিমান

    দিব তাহারই পায়ে ডালিয়ে মোর প্রাণ

    শন্ শন্ শন্ বহে তুফানি পবন

    এলো ঘন গেল কাঁদিয়া

    শন্ শন্ শন্ বহে তুফানি পবন

    এলো ঘন গেল কাঁদিয়া

    মোর ঘরবার হল একাকার

    বিজলী হানে ধাঁধিয়া


    নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ

    সে যে তুমি বিন জানে না

    গুন গুন গুন করুণ সে ধুণ

    মনবিরহী মানে না