ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ও ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝর্ণা
ও ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ও ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝর্ণা
ও উপালি উপালি কোনখানে যে আমার মন
শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন
ও উপালি উপালি কোনখানে যে আমার মন
শৈবালে শৈবালে ঢাকা কোনখানে আমার স্বপন
উচ্ছ্বলিত ঢেউমানিকের কোনখানে আমার রতন
তা তো জানি না
ও ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ও ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝর্ণা
ঐ তরী তীরে বসি ওইখানে আমার স্বজন
তার ছায়া করেছিল যে তোর বুকেতে সন্তরণ
ঐ তরী তীরে বসি ওইখানে আমার স্বজন
তার ছায়া করেছিল তোর বুকেতে সন্তরণ
চঞ্চলিত জলতরঙ্গে
হারালো কোথা সে ধন
তা তো জানি না
ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝর্ণা
ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ও ঝর ঝর ঝর্ণা
ও রূপালী বর্ণা
ওরে হারায়েছে প্রাণমন আমার
একটুকু সর না তুই একটুকু সর না
ও ঝর ঝর ঝর্ণা