• ও প্রজাপতি প্রজাপতি পাখনা

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো


    বহে না মন্দ বাতাস

    ছন্দবিহীন অন্ধ সে আজ

    বনে বনে কোয়েল দোয়েল

    বন্ধ সে আজ

    বহে না মন্দ বাতাস

    ছন্দবিহীন অন্ধ সে আজ

    বনে বনে কোয়েল দোয়েল

    বন্ধ সে আজ

    মনে পড়ে যায়

    জীবনের সজল সজল উজল উছল নদী

    সে কখন কি কারণ শুকায়ে গেলো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো


    জানি না আর কোনোদিন

    তেমনি রঙ্গিন সব বেদনার

    হবে কি না হবে তেমন সংবেদনা

    জানি না আর কোনোদিন

    তেমনি রঙ্গিন সব বেদনার

    হবে কি না হবে তেমন সংবেদনা

    ঘুমিয়ে ছিলাম

    এ জীবন সে আর এ মোর কখন বসে বসে

    হতাশে হুতাশে ফিরিয়া গেলো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো

    আমার এই মনের আঁধার কোনে কোনে

    রঙে রঙে রংমশাল জ্বালো

    প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো