• ধাঁধার থেকেও জটিল

    গায়ক: মহীনের ঘোড়াগুলি | সুরকার: মহীনের ঘোড়াগুলি | গীতিকার: মহীনের ঘোড়াগুলি | ঘরানা: ব্যান্ড
  • ধাঁধার থেকেও জটিল তুমি

    ক্ষিদের থেকেও স্পষ্ট

    কাজের মধ্যে অকাজ খালি

    মনের মধ্যে কষ্ট


    ধাঁধার থেকেও জটিল তুমি

    ক্ষিদের থেকেও স্পষ্ট

    কাজের মধ্যে অকাজ খালি

    মনের মধ্যে কষ্ট


    স্বপ্ন হয়েই যখন তখন

    আঁকড়ে আমায় ধরো

    তাই তো বলি আমায় বরং

    ঘেন্না করো ঘেন্না করো


    গুনগানের হাজার বুলি

    শুধুই সময় নষ্ট

    আঁকছো ছবি সমস্ত দিন

    রঙ সবই অস্পষ্ট


    গুনগানের হাজার বুলি

    শুধুই সময় নষ্ট

    আঁকছো ছবি সমস্ত দিন

    রঙ সবই অস্পষ্ট


    সুখের থেকেও হাজার গুনে

    দুঃখ অনেক ভালো

    তাইতো বলি আমায় বরং

    ঘেন্না করো ঘেন্না করো


    আজ চালাক আমি কাল বোকা

    মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা


    আজ চালাক আমি কাল বোকা

    মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা


    আমার আসল চেহারা কি

    চিনতে তুমি পারো

    চিনতে যদি পেরেই থাকো

    ঘেন্না করো ঘেন্না করো


    ধাঁধার থেকেও জটিল তুমি

    ক্ষিদের থেকেও স্পষ্ট

    কাজের মধ্যে অকাজ খালি

    মনের মধ্যে কষ্ট


    স্বপ্ন হয়েই যখন তখন

    আঁকড়ে আমায় ধরো

    তাই তো বলি আমায় বরং

    ঘেন্না করো ঘেন্না করো


    তাই তো বলি আমায় বরং

    ঘেন্না করো

    ঘেন্না করো