আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন
আশায় আশায়
আশায় আশায়
আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন
কখন তোমার আসবে টেলিফোন
কালা যখন তখন করো ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
কালা যখন তখন করো ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
তোমার আমার এই যে দেওয়াল
ভাঙবে রে তখন
তখন ভাবি আসবে টেলিফোন
তখন ভাবি আসবে টেলিফোন
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপড়শি মন্দ বলে
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপড়শি মন্দ বলে
পাড়াপড়শি মন্দ বলে গো
তার চেয়ে রাত্রিবেলা সবাই যখন
রাত্রিবেলা
রাত্রিবেলা
রাত্রিবেলা সবাই যখন
ঘুমে অচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন
তোমার সঙ্গে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
কি হয় জানেন অন্তর্যামী গো
দুরুদুরু বক্ষ জাগে
দুরুদুরু
দুরুদুরু
দুরুদুরু বক্ষ জাগে
দুরুদুরু বক্ষ জাগে
চিত্তে উচাটন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
আগমনী
আগমনী
আগমনী
শুনি তোমার আগমনী গো
তাতে ধন্য হয় যে রাধারাণী
তাতে ধন্য হয় যে রাধারাণী
ধন্য এ জীবন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন
ও ও ও ....
আশায় আশায়
আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
তখন ভাবি আসবে টেলিফোন
তখন ভাবি আসবে টেলিফোন