চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিম ঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন
ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয় নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বাসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সব কিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছ্বল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে
ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙ্গে উড়বার নেশা এত হয় নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে