• ওরা আমাদের গান গাইতে দেয় না

    গায়ক: হেমাঙ্গ বিশ্বাস | সুরকার: হেমাঙ্গ বিশ্বাস | গীতিকার: হেমাঙ্গ বিশ্বাস | ঘরানা: গণসংগীত
  • নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    ওরা আমাদের গান গাইতে দেয় না

    নিগ্রো ভাই আমার পল রবসন

    ওরা আমাদের গান গাইতে দেয় না

    নিগ্রো ভাই আমার পল রবসন

    আমরা আমাদের গান গাই

    ওরা চায় না

    ওরা চায় না

    আমরা আমাদের গান গাই

    ওরা চায় না

    ওরা চায় না

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    ওরা আমাদের গান গাইতে দেয় না

    নিগ্রো ভাই আমার পল রবসন


    ওরা ভয় পেয়েছে রবসন

    ওরা ভয় পেয়েছে রবসন

    আমাদের রক্ত চোখকে ভয় পেয়েছে

    আমাদের দৃপ্ত কন্ঠে ভয় পেয়েছে

    আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে রবসন

    ওরা বিপ্লবের ডাঙ্গরুতে ভয় পেয়েছে রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    ওরা আমাদের গান গাইতে দেয় না

    নিগ্রো ভাই আমার পল রবসন


    ওরা ভয় পেয়েছে জীবনের

    ওরা ভয় পেয়েছে মরণের

    ওরা ভয় করে সেই স্মৃতিকে

    ওরা ভয় পেয়েছে দুঃস্বপনে

    ওরা ভয় পেয়েছে জীবনের

    ওরা ভয় পেয়েছে মরণের

    ওরা ভয় করে সেই স্মৃতিকে

    ওরা ভয় পেয়েছে দুঃস্বপনে


    ওরা ভয় পেয়েছে রবসন

    ওরা ভয় পেয়েছে রবসন

    জনতার কলোচ্ছাসে ভয় পেয়েছে

    একতার তীব্রতায় ভয় পেয়েছে

    হিম্মতের শক্তিতে ভয় পেয়েছে রবসন

    ওরা সংহারের মূর্তি দেখে ভয় পেয়েছে রবসন


    নিগ্রো ভাই আমার পল রবসন

    ওরা আমাদের গান গাইতে দেয় না

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন

    নিগ্রো ভাই আমার পল রবসন