চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
ও চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
সে অভিমানিনী আজও তো বলে নি
অভিমানিনী আজও তো বলে নি
আসবে কিনা সে ফিরে
ও চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
দিন যায় রাত যায়
বয়ে যায় সময়
ম্লানমুখ তার আজও সেই
চোখ চায় মন চায়
তবু ভাঙা হৃদয়
সবই আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
জোয়ার ভাঁটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটে না কেন যে আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসে না আমার ঘরে
ও চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
সে অভিমানিনী আজও তো বলে নি
আসবে কিনা সে ফিরে
ও ও চাঁদ কেন