• এ তুমি কেমন তুমি

    গায়ক: রূপঙ্কর বাগচী | সুরকার: কবীর সুমন | গীতিকার: কবীর সুমন | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: জাতিস্মর
  • এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

    এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো


    জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন

    সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন

    জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন

    সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন

    কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

    এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

    এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো


    এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী

    কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি

    এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী

    কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি

    অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ

    নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন

    অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ

    নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন

    ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

    এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো

    এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো

    এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো