কেউ ভালোবেসে জয় করে গোটা বিশ্ব
কেউ ভালোবেসে হয় বাবাজির শিষ্য
কেউ ভালোবেসে গায়ে ঢেলে দেয় কেরোসিন
আমি সব ভালোবাসা ভুলে বড় হব একদিন
জানি না আমি জানি না
কোন স্কেলে গাইছে কোকিল
গুনি না আমি গুনি না
কার গালে কটা আছে তিল
জানি না আমি জানি না
কোন স্কেলে গাইছে কোকিল
গুনি না আমি গুনি না
কার গালে কটা আছে তিল
শৈশবে ভাল লাগে ক্যারাম ডাংগুলি
কৈশোরে চেপে ধরে সুনীল গাঙ্গুলী
সুচিত্রা কেঁদে মরে উত্তম হেসে যায়
আর প্রেম রসে ডুবুডুবু সুতানুটি হেসে যায়
জানি না আমি জানি না
কোন সুখে হাসে পোড়া দেশ
দেশ গড়বই আমি পড়বই
কম্পিটিসান সাকসেস
জানি না না না জানি না
কোন সুখে হাসে পোড়া দেশ
দেশ গড়বই আমি পড়বই
কম্পিটিসান সাকসেস
আছেন বাৎসায়ন আর খাজুরাহো
ভাদ্র মাসের বেয়ারা উৎসাহ
নন্দন নলবন ঝিলমিল বার বার
আর সপ্তাহে একদিন ডায়মন্ডহারবার
ভালো না এসব ভালো না
বলেছেন শাক্যমুনি
চলো ভালো হই জমকালো হই
বরদার বাতেলা শুনি
ভালো না এসব ভালো না
বলেছেন শাক্যমুনি
চলো ভালো হই জমকালো হই
বরদার বাতেলা শুনি
কেউ ভালোবেসে যায় সপ্তম স্বর্গে
কেউ সোজা পৌঁছয় মেডিকেল মর্গে
কেউ ভালোবেসে যায় হাওড়া বা সালকে
আমি সব ভালোবাসা ভুলে বড় হব কালকে
আজ না, না না আজ না আজকে তো দারুণ হাওয়া
আসবে সে আসবে হাত ধরে বেড়াতে যাওয়া
কালকে দেখো কালকে সকলই ভাসাবো গঙ্গায়
দেখাবো প্রেম না নিয়েও কি দারুণ গান লেখা যায়