• মঙ্গল গ্রহ

    গায়ক: চন্দ্রবিন্দু | সুরকার: চন্দ্রবিন্দু | গীতিকার: চন্দ্রবিন্দু | ঘরানা: আধুনিক, ব্যান্ড
  • মঙ্গল গ্রহে মানুষ থাকে না

    বেড়াল থাকে না

    সিন্ধুঘোটকও থাকে না

    এমনকি পেরেস্ত্রৈকাও থাকে না

    তাই মঙ্গল গ্রহে ইল্যুশন নেই

    পল্যুশন নেই

    প্রবলেম আছে সল্যুশন নেই

    ইভল্যুশন নেই

    রিভোল্যুশন নেই


    যারে যা মঙ্গলে যা

    যারে যা মঙ্গলে যা

    যা যা যা মঙ্গলে যা

    যারে যা মঙ্গলে যা


    সেখানে বেকারের উৎপাত নেই

    হকারের ফুটপাথ নেই

    ডলারের বায়না নেই

    আর চার্লসের ডায়না নেই

    যারে যা মঙ্গলে যা

    যা যা যা মঙ্গলে যা


    সেখানে শংকরাচার্য নেই

    আর বনধ ডাকার যো নেই

    ট্রাম বাস জার্নি নেই

    মমতা কুলকার্নি নেই

    যারে যা মঙ্গলে যা

    যা যা যা মঙ্গলে যা


    ওম


    কোন ছেলেটি ধেড়ে শিশু

    মঙ্গল হোক তার মঙ্গল হোক

    কোন বাঙালি পিপু ফিসু

    মঙ্গল হোক তার মঙ্গল হোক

    কোন আঁতেলের নেই জিন্সের প্যান্ট

    মঙ্গল হোক তার মঙ্গল হোক

    কুষ্ঠ রোগী খুলছে হাইড্র্যান্ট

    মঙ্গল হোক তার মঙ্গল হোক

    অথবা হাইড্র্যান্ট গিয়েছিল ফেঁসে

    মঙ্গল হোক তার মঙ্গল হোক

    শিব ঠাকুরের আপন দেশে

    মঙ্গল হোক তার মঙ্গল হোক


    ওম


    মরলেও মরে না যে সাধু

    মঙ্গল হোক মঙ্গল হোক

    রিটায়ার করে না যে দাদু

    মঙ্গল হোক মঙ্গল হোক

    ট্রেন ভ্যানিশের নকল জাদু

    মঙ্গল হোক মঙ্গল হোক

    জাদুকর সরকার একজন না

    তাই রাস্তায় নামলেন বিষকন্যা


    ওঁম


    তাই মঙ্গল গ্রহে সভ্যতা নেই

    ভব্যতা নেই শিল্প আছে সমঝোতা নেই

    প্যান্টের ভাঁজে চোথা নেই

    সেশনের ক্ষমতা নেই


    যারে যা মঙ্গলে যা

    যারে যা মঙ্গলে যা

    যা যা যা মঙ্গলে যা

    যারে যা মঙ্গলে যা


    সেখানে জীবনমুখীর সুর নেই

    পাউরুটি ঝোলাগুড় নেই

    নেই ন্যুডিস্ট কলোনি


    অ্যা


    নেই ন্যুডিস্ট কলোনি

    সেটা তো আগে বলো নি


    যাব না মঙ্গলে না

    যারে যা মঙ্গলে না

    যাব না মঙ্গলে না

    যা যা যা মঙ্গলে যা

    না না না মঙ্গলে না

    যারে যা মঙ্গলে না

    যা যা যা মঙ্গলে যা

    প্লিজ যা যা যা মঙ্গলে যা

    সরি না না না মঙ্গলে না