টালিগঞ্জ স্টেশনের কাছে
বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
টালিগঞ্জ স্টেশনের কাছে
বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
রাত জাগা সেই আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
রাত জাগা সেই আড্ডা
শরীরের আনাচে কানাচে
যে যেখানে যাকে ছুঁয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
রাত জাগা সেই আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
রাত জাগা সেই আড্ডা
চেনা চেনা বাড়িগুলো
ভেজা ভেজা চোখ মেলে
সদর দরজা খোলে
সারা দাও এই ছেলে
ডাক পিছু ডাক
চুন খসা কলঘরে
বালতি উপছে পরে
এখানে বৃষ্টি ঝরে
আকাশের গায়ে পরে
তোমার রাত পোশাক
কার ইশারাতে
এই ঝড় জল রাতে
তুমি হাঁটো ফুটপাতে
কার ইশারাতে
এই ঝড় জল রাতে
তুমি হাঁটো ফুটপাতে
হুঁ হুঁ হুঁ ...
ঝোড়ো হাওয়া সেই আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
ঝোড়ো হাওয়া সেই আড্ডা
আলো কেউ জ্বালে নি সেখানে
কে যে কার প্রেমিকা কে জানে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা
নদীর গল্প কথা
পাহাড়ী রাস্তা জুড়ে
গিয়েছে বছর ঘুরে
পুরোনো কালেন্ডারে
মাস মধুমাস
অফিস কাছারি বাড়ি
সাইনবোর্ড এ লেখা
শহুরে ভরদুপুরে
আসলে ভীষণ একা
বাস টার্মিনাস
পথ আঁকা বাঁকা
যত দূর যায় দেখা
শুধু মরীচিকা
পথ আঁকা বাঁকা
যত দূর যায় দেখা
শুধু মরীচিকা
হুঁ হুঁ হুঁ ...
ফেলে আসা সেই আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
ভেঙ্গে যাওয়া সেই আড্ডা
ভাঙ্গে ঘর যার নিশি ডাকে
শরীরে খুঁজবো বলে তাকে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
খুঁজে খুঁজে ফিরি আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
খুঁজে খুঁজে ফিরি আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
খুঁজে খুঁজে ফিরি আড্ডা
হুঁ হুঁ হুঁ ...
খুঁজে খুঁজে ফিরি আড্ডা