• না মন লাগে না

    গায়ক: লতা মঙ্গেশকর | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1969
  • না মন লাগে না

    এ জীবনে কিছু যেন ভালো লাগে না

    না মন লাগে না

    এ জীবনে কিছু যেন ভালো লাগে না

     

    এ নদীর দুই কিনারে দুই তরণী

    যতই না বাই নোঙর বাঁধা 

    কাছে যেতে তাই পারি নি

     

    এ নদীর দুই কিনারে দুই তরণী

    যতই না বাই নোঙর বাঁধা 

    কাছে যেতে তাই পারি নি

     

    তুমিও

    তুমিও ওপার থেকে আর শোনো নি

    না মন লাগে না

     

    না মন লাগে না

    না মন লাগে না

    চোখে চোখে চেয়ে কাঁদা

    ভালো লাগে না

    না 

     

    আমি যে শ্রান্ত আজই 

    শক্তি উধাও

    কী হবে আর মিছিমিছি

    বেয়ে বেয়ে এই মিছে নাও

     

    আমি যে শ্রান্ত আজই  

    শক্তি উধাও

    কী হবে আর মিছিমিছি 

    বেয়ে বেয়ে এই মিছে নাও

     

    তুমিও ওপার থেকে যাও চলে যাও 

    না মন লাগে না

    এ জীবনে কিছু যেন ভালো লাগে না

    না মন লাগে না