এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে
শুনে গেলাম অনেক কথা
অনেক গল্প অনেক গাঁথা
শুনে গেলাম অনেক কথা
অনেক গল্প অনেক গাঁথা
এমন একটি কথা খুঁজে পেলাম না
যাতে সত্যি আছে
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে
পথেই শুধু পথ হারালাম
নিরুদ্দেশে গেলাম না
ভাল বাসা অনেক পেলাম
ভালোবাসা পেলাম না
পথেই শুধু পথ হারালাম
নিরুদ্দেশে গেলাম না
ভাল বাসা অনেক পেলাম
ভালোবাসা পেলাম না
স্বপ্ন অনেক গেলাম দেখে
রোদ বৃষ্টি নামল চোখে
স্বপ্ন অনেক গেলাম দেখে
রোদ বৃষ্টি নামল চোখে
এমন একটি আশা খুঁজে পেলাম না
যার অন্ত আছে
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে
এমন কোনো মানুষ খুঁজে পেলাম না
যার মন আছে
এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না
যাতে মুক্তো আছে