আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমার নাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
বসে ছিলেম একা ছাতিম বনে
রোদ ছিটোনো শান্তিনিকেতনে
বসে ছিলেম একা ছাতিম বনে
রোদ ছিটোনো শান্তিনিকেতনে
তোমার চিঠি ছোট্ট পাখি ওই উড়ে এসে বলল
আমি এইতো এলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
গন্ধে মাখা মিষ্টি চিঠিটাতে
ছোট্ট কটি কথা
কেমন আছো তুমি
সেইটুকুতেই শুকনো মরা ডালে
ফুল ফুটিয়ে দিল
দুরন্ত মৌসুমী
ভালবাসার এই যে ছোট্ট পাখি
আনলে বয়ে খুশির রাঙা রাখী
ভালবাসার এই যে ছোট্ট পাখি
আনলে বয়ে খুশির রাঙা রাখী
আমার মনে বন্ধে বেঁধে
তাকে সুখের গাঙে আপনাকে
আজ ভাসিয়ে দিলাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম