সরস্বতী নদী তীরে
কল্পনায় ঘিরে ঘিরে
সরস্বতী নদী তীরে
কল্পনায় ঘিরে ঘিরে
আলপনায় আঁকা উঠোন পেরিয়ে
যদি উঠতে দাওয়ায়
তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী
তুমি সে কুটিরে
সরস্বতী নদী তীরে
কল্পনায় ঘিরে ঘিরে
আলপনায় আঁকা উঠোন পেরিয়ে
যদি উঠতে দাওয়ায়
তাহলে দেখতে পেতে আমার প্রেয়সী
তুমি সে কুটিরে
ভ্রমরকৃষ্ণ চোখ দুটি
ঠোট গোলাপ যেন ফুটি ফুটি
ভ্রমরকৃষ্ণ চোখ দুটি
ঠোট গোলাপ যেন ফুটি ফুটি
বসতে দিত পেতে শীতলপাটি
সে কত যত্ন করে
শুধাতো মৃদু হেসে
আবার কবে আমি যাব ফিরে
হায় রে আর তো কখনো সে গাঁয়েতে
ফিরে আর যাব না
যা কিছু হারাল আর তো ফিরে
তাকে পাব না
হায় রে আর তো কখনো সে গাঁয়েতে
ফিরে আর যাব না
যা কিছু হারাল আর তো ফিরে
তাকে পাব না
পুবের আলো ফুটতে না ফুটতে
রোজ তাকে হত যে উঠতে
পুবের আলো ফুটতে না ফুটতে
রোজ তাকে হত যে উঠতে
পান্তাভাতে কাঁচালংকা মেখে দিয়ে
জারক লেবু
দিত সে পিঁড়ি পেতে খেতে
পাখার হাওয়া দিতে দিতে
কি জানি কী রোগে কী হল
চিরকালের মতো সে গেল
কি জানি কী রোগে কী হল
চিরকালের মতো সে গেল
দুচোখে মিনতি ভরে কেঁদে সে হাত
ধরে বলে গেল
জনমে জনমে যেন তোমাকে পাই
আমি ফিরে ফিরে
হায় রে আর তো কখনো সে গাঁয়েতে
ফিরে আর যাব না
যা কিছু হারাল আর তো ফিরে
তাকে পাব না