• রূপসী দোহাই তোমায়

    গায়ক: অমৃক সিং অরোরা | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • রূপসী দোহাই তোমায়

    তোমার ঐ চোখের পাতায়

    আমাকে কাজললতার কালি করো


    রূপসী দোহাই তোমায়

    তোমার ঐ চোখের পাতায়

    আমাকে কাজললতার কালি করো


    ও চোখে কত মধু

    কেন যে শুধু শুধু

    ও চোখে কত মধু

    কেন যে শুধু শুধু

    আমাকে তোমার চোখের বালি করো

    রূপসী দোহাই তোমায়

    তোমার ঐ চোখের পাতায়

    আমাকে কাজললতার কালি করো


    তুমি যে গোলাপ যূথি চম্পা বকুল

    বাগানের নামকরা সব বাহারি ফুল

    তুমি যে গোলাপ যূথি চম্পা বকুল

    বাগানের নামকরা সব বাহারি ফুল

    তোমাকে করব যতন

    ফোটাব মনের মতন

    তোমাকে করব যতন

    ফোটাব মনের মতন

    করো না আমায় তোমার মালী করো


    রূপসী দোহাই তোমায়

    তোমার ঐ চোখের পাতায়

    আমাকে কাজললতার কালি করো


    ও মনে রয় না যেন অন্য কিছুই

    ওখানে থাকব ওগো আমি শুধুই

    ও মনে রয় না যেন অন্য কিছুই

    ওখানে থাকব ওগো আমি শুধুই

    তোমার ঐ ভালোবাসায়

    কাটাব জীবন যে হায়

    তোমার ঐ ভালোবাসায়

    কাটাব জীবন যে হায়

    করো না মনটা তোমার খালি করো

    রূপসী দোহাই তোমায়

    তোমার ঐ চোখের পাতায়

    আমাকে কাজললতার কালি করো

    আমাকে কাজললতার কালি করো