• তোমার চোখের কাজলে

    গায়ক: বিশ্বজিৎ চট্টোপাধ্যায় | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • তোমার চোখের কাজলে আমার ভালবাসার কথা লেখা থাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে

    তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপখানি জানি ঢাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে

    তোমার চোখের কাজলে আমার ভালবাসার কথা লেখা থাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে


    জীবনের একদিকে ভাঙন

    আবার আর একদিকে সৃষ্টি

    পাহাড়ের একদিকে রোদ্দুর

    আবার আর একদিকে বৃষ্টি

    এই বৃষ্টি রোদে ভিজে তুমি আমায় পিছু ডাকবে

    ভালবাসবে আর মনে রাখবে

    তোমার চোখের কাজলে আমার ভালবাসার কথা লেখা থাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে

    তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপখানি জানি ঢাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে


    প্রেমেরই একটি নাম হাসি

    আবার আর একটি নাম দুঃখ

    চলার এই পথ কোথাও সহজ

    আবার কোথাও বা সে রুক্ষ

    সেই কান্না হাসির আলোছায়ায় আমার ছবি আঁকবে

    ভালবাসবে আর মনে রাখবে


    তোমার চোখের কাজলে আমার ভালবাসার কথা লেখা থাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে

    তোমার স্মৃতির আঁচলে আমার প্রেমের প্রদীপখানি জানি ঢাকবে

    আমায় ভালবাসবে আর মনে রাখবে